নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের প্রয়াত সাংসদ এ কে এম নাসিম ওসমানের স্ত্রী ওসমান পরিবারের কেউ নন বলে মন্তব্য করেছেন এই আসনের বর্তমান সাংসদ এ কে এম সেলিম ওসমান।
সেলিম ওসমান তাঁর ভাবি পারভীন ওসমানের সমালোচনা করে বলেন, ‘আমার ভাবির বাড়ি নোয়াখালী। কিন্তু উনি নারায়ণগঞ্জের এমপি হতে চান৷ উনি ওসমান পরিবারের কেউ না।’
গতকাল সোমবার বিকেলে নিতাইগঞ্জের নলুয়াপাড়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভায় সেলিম ওসমান এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, ‘আমি দেখি উনি (পারভীন) মাসে মাসে বিভিন্ন জায়গায় অনুদান দেন৷ দুই দিন আগে দেখলাম, বন্দরে একটা শহীদ মিনারের জন্য উনি পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন৷ ইনকাম ট্যাক্সের ফাইলটা খুঁজে দেখেন, এই টাকাটা উনি আয় দেখিয়েছেন কি না? কাউকে ছাড়ব না, কারণ আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন।’
বাংলাদেশ পাট আড়তদার মালিক সমিতির সভাপতি ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন, সাবেক কাউন্সিলর কামরুল হাসান, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন প্রধান।
এ বিষয়ে পারভীন ওসমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলব না। ওরা বলতে চায় বলুক।’