৮ মে, ২৫শে বৈশাখ কবিগুরুর ১৫৯তম জন্মদিনে নাচ ও গানের যুগলবন্দী উপহার দিলেন নৃত্যশিল্পী র্যাচেল প্যারিস এবং সংগীত শিল্পী ফারহিন খান জয়িতা।
করোনাভাইরাসের এই সময়ে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থাতে অন্তর্জালের মাধ্যমে সংযুক্ত হলেন এই দুই শিল্পী।
মূলত জয়িতার পরিকল্পনা থেকে বাস্তবজীবনের দুিই বন্ধু ঠিক করেন, ঘরে থেকেই কিছু একটা করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তারা বেছে নেন কালজয়ী সৃষ্টি ‘কৃষ্ণকলি’কে।
এরপর গান ও নাচ যে যার বাসায় ধারণ করেন মোবাইল ফোনে।
সম্পাদনার কাজটি করেন আরিক আনাম খান। আরিক নিজেও একজন নির্মাতা এবং বর্তমানে সংযুক্ত আছেন একটি অনলাইন প্লাটফর্মের সঙ্গে।
আরিক গ্লিটজকে বলেন, “মূলত সম্পাদনার কাজটি আমি করেছি। বাকী যা করার প্রিয়াংকা এবং জয়িতাই করেছেন।”
ব্যক্তিগত জীবনে প্রিয়াংকা এবং আরিক স্বামী-স্ত্রী।
আরিক আরও বলেন, ”চেষ্টা করেছি রবীন্দ্রসংগীত এবং নৃত্যের এই যুগলবন্দীকে কি করে অন্যভাবে উপস্থাপন করা যায় সেটা নিয়ে ভাবতে। এটাকে এক্সপেরিমেন্ট বা ভিন্নধর্মী এক্সারসাইজও বলা যায়।”
ভিডিওটি র্যাচেল প্যারিসের অফিসিয়াল পেইজ থেকে প্রকাশ করা হয়েছে।
প্রসংগত, র্যাচেল প্যারিস বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষক হিসেবেও কর্মরত আছেন।