২০২২ কমনওয়েলথ গেমসে মেয়েদের সব ম্যাচ অনুষ্ঠিত হবে এজবাস্টনে। ক্রিকেট সবশেষ অন্তর্ভুক্ত ছিল ১৯৯৮ কমনওয়েলথ গেমসে। সেবার ৫০ ওভার সংস্করণের ফাইনালে স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণ জিতেছিল শন পোলকের দক্ষিণ আফ্রিকা। এদিকে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও ফেরানো হতে পারে ক্রিকেট। এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটির সভাপতি মাইক গ্যাটিং জানিয়েছেন এ খবর। তাঁর কমিটিকে আইসিসির নতুন প্রধান নির্বাহী মানু স্বহনে বলেছেন, অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ব্যাপারে অনেকটা পথ অগ্রসর হওয়া গেছে। এমসিসির এই বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফেরানোর খবরটি টুইটে নিশ্চিত করেছে আইসিসি। ছবি: আইসিসির টুইটার পেজসংবাদমাধ্যমকে গ্যাটিং বলেন, ‘আইসিসির প্রধান নির্বাহী মানু স্বহনের সঙ্গে কথা হয়েছে। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করানোর ব্যাপারে তিনি খুব আশাবাদী। ক্রিকেটের জন্য এটি হবে দারুণ খবর।’ গ্রীষ্মকালীন অলিম্পিকে এর আগে একবারই ক্রিকেট খেলা হয়েছে—সেটি ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে। সেবার ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে স্বর্ণ জিতেছিল ব্রিটেন।




