প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় ৬১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বিবিসি শনিবার রাতে এতথ্য জানিয়েছে।
এই ভাইরাসে মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যাও। সারাবিশ্বে সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬০ হাজার ৮৭৪ জন; আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৩৯ হাজার।
বিশ্বজুড়ে প্রতি মুহূর্তেই বাড়ছে করোনায় আক্রান্ত ও আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। মৃত্যুর নতুন নতুন রেকর্ড গড়ছে একেকটি দেশ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টার হিসেবে স্পেনে মৃত্যু হয়েছে ৮০৯ জনের; যুক্তরাজ্যে মারা গেছেন ৭০৮ জন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়ে পড়তে থাকে বিশ্বের অন্যান্য দেশে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও সুস্থ হয়ে বাড়িও ফিরছেন অনেকে। এখন পর্যন্ত দুই লাখ ৩৮ হাজার ৫২৫ জন করোনার রোগী সুস্থ হয়েছেন।