মহামারীর কারণে এই বছর কান চলচ্চিত্র উৎসব ‘আসল রূপ’য়ে আয়োজন করা সম্ভব হচ্ছে না।
গত মাসে আয়োজকরা নির্ধারিত সময় বাতিল করে ঘোষণা দেয় যে, এই বছর জুন বা জুলাইয়ের দিকে কান চলচ্চিত্র উৎসব আয়োজন করা হবে।
তবে ফ্রান্সের ‘লকডাউন’য়ের সময় বৃদ্ধি করাতে আয়োজকরা জানায় এই পরিকল্পনা বাস্তবায়ন করার আর কোনো উপায় নেই।
বিবিসি ডটকমে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, বিকল্প কী হতে পারে সে ব্যাপারে আয়োজকরা বিস্তারিত না বললেও তারা আশা করছেন, ‘খুব শিগগিরই এই বিষয়ে জানানো হবে।’
সম্মানজনক এই চলচ্চিত্র উৎসব ফ্রান্সে ১২ থেকে ২৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রথম যখন এই তারিখ বাতিল করা হয় তখন উৎসবের সভাপতি পিয়ের লিসক্যুয়র বলেছিলেন, “আমি আশাবাদী, এই বছরেই এটা হবে।”
তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার ঘোষণা দেন, দেশের লকডাউন পরিস্থিতি ১১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর জনসমাবেশ অন্তত জুলাইয়ের মাঝামাঝির আগে করা যাবে না।
এই ঘোষণার ওপর ভিত্তি করে কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা বিবৃতি দেন, প্রাথমিক বিবেচনায় জুন অথবা জুলাই মাসে আয়োজন করার কোনো উপায় না থাকায় ৭৩তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব স্থগিত করা হল।
তারা আরও বলেন, “এটা পরিষ্কার যে, এই বছর ‘আসল রূপে’ কান চলচ্চিত্র উৎসব আয়োজন করা সম্ভব নয়।”
বিকল্প উপায় কী হতে পারে সেজন্য তারা এরমধ্যেই প্রাতিষ্ঠানিক পেশাদারদের সঙ্গে আলোচনা করছেন।
“চলচ্চিত্রের শিল্পের জন্য কান চলচ্চিত্র উৎসব যে একটি অপরিহার্য স্তম্ভ সে ব্যাপারে আমরা সম্মত হয়েছি। তাই ২০২০ সালের কান উৎসব পালন করার সব রকম পন্থাই খুঁটিয়ে দেখা হচ্ছে।”
তারা আরও বলেন, “কী আকারে এই উৎসব আয়োজন করা সম্ভব হবে, আশা করছি খুব তাড়াতাড়ি সে ব্যাপারে জানাতে পারবো।”