এক দিনে রেকর্ড সংক্রমণের দিনে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা একশ ছাড়িয়ে গেল।
সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১ জন।
এই সময়ে ২৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৮ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। একদিনে এত বেশি নতুন রোগী আর কখনও বাংলাদেশে শনাক্ত হয়নি।
আক্রান্তদের মধ্যে গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। এ পর্যন্ত মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সোমবার অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, “আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন।”
নাসিমা সুলতানা বলেন, “গত ২৪ ঘণ্টার তুলনায় আজ আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আমরা সবাই একটা বিপদের মধ্যে আছি।
“এ জন্য আবারও বলি আমরা যেন ঘরে থাকি। আমরা যেন মাস্ক ব্যবহার করি, সামাজিক দূরত্ব বজায় রাখি। স্বাস্থ্যবিধি মেনে চলি। না হলে মৃত্যুর মিছিল আমরা থামাতে পারব না।”
সর্বশেষ মৃত দশজনের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী। তাদের মধ্যে ৫ জন ঢাকার, ৪ জন নারায়ণগঞ্জের এবং একজন নরসিংদীর।
চার জনের বয়স ৬০ বছরের বেশি; ৫০ থেকে ৬০ বছরের মধ্যে চারজনের। বাকি দুজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
নাসিমা সুলতানা জানান, এখন পর্যন্ত দেশে পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪টি নমুনা। রোববারের চেয়ে সোমবার ১০ শতাংশ বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে সাড়ে পাঁচ শতাংশ বেশি।
গাজীপুরে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, নতুন আক্রান্তদের ১৯ দশমিক ৫ শতাংশই গাজীপুরের। ১৩ দশমিক ৫ শতাংশ কিশোরগঞ্জের, ৬ শতাংশ নরসিংদীর।
তবে আগের মতই ঢাকা ও নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানান নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৭ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে, ছাড়া পেয়েছেন ৪০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭১৩ জন।
গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৩০ হাজার ৮০৯ জনকে। বর্তমানে ২৭০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন বলে বুলেটিনে জানানো হয়।