করোনার নতুন হটস্পট ভারত, ব্রাজিল, রাশিয়া

covid-19-hot-samakal-5eb2f0fd36c42

ইউরোপ ও আমেরিকায় মারণযজ্ঞ চালিয়েছে করোনা। এখন সেখানে রোজ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার কমতির দিকে, অন্যদিকে ব্রাজিল, রাশিয়া, ভারতের ক্ষেত্রে এখন এই হার প্রতিদিনই ওপরের দিকে উঠছে৷ তাই নতুন হটস্পটের আশঙ্কায় প্রহর গুনছে এই দেশগুলো৷ খবর আল জাজিরা, বিবিসি, রয়টার্সের

এর মানে হলো, কিছুতেই ঠেকানো যাচ্ছে না মারণ করোনা ভাইরাসের সংক্রমণ৷ মারণ এই ভাইরাস একটির একটি দেশে মারণ যজ্ঞ শেষ করে পৌঁছে যাচ্ছে আরও একটি নতুন দেশে৷ তৈরি হচ্ছে নয়া হটস্পট৷ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার৷ সারা পৃথিবীতে মোট সংক্রমিতের সংখ্যা ৩৭ লাখ ২৪ হাজার৷ মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ২ লাখ ৫২ হাজার৷

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমণের ২৫ হাজার সংক্রমণের খবর এসেছে৷ তাদের দেশে মোট আক্রান্ত ১২ লাখ ৩৭ হাজার৷ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪০০ মানুষের৷ মোট মৃতের সংখ্যা ৭২ হাজার ২৭০
করোনা সংক্রমণের নতুন হটস্পট হয়ে ওঠা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার সংক্রমণের ঘটনা সামনে এসেছে৷ মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার৷ একদিনে মারা গেছেন ৯৫ মোট মৃতের সংখ্যা ১৪৫১৷
ব্রাজিলে মঙ্গলবার নতুন সংক্রমণের সংখ্যা ৬৪৪৯৷ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭৮ জনের৷ মোট মৃতের সংখ্যা ৭৯২১৷
সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট সংক্রমিতের সংখ্যা ৪৬ হাজার ৭১১৷ মোট মৃত ১৫৮৩৷

Pin It