করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন

russian-prime-minister-coro20200501041429

মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। মিশুস্তিনের অসুস্থ হওয়া কারণে দেশটিতে উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করোনা পজেটিভের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ‘পজিটিভ’ এসেছে বলে তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন।পুতিন সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন মিশুস্তিন।মিশুস্তিন প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, এই সঙ্কটকালে অসুস্থতার মধ্যেও তিনি যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জানুয়ারিতে ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

Pin It