করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

201705coronavirus_kk

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়ার পর গত তিন মাসে সারা বিশ্বে ৩০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি প্রাণ কেড়েছে ৩১ হাজার ৭০০ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে।

ইতোমধ্যে ভাইরাসটি ১৭৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইতালিতে ভাইরাসটি প্রাণ কেড়েছে এক হাজার ২৩ জনের।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে স্পেনে ৬ হাজার ৫২৮ জন। তৃতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে চীনে ৩ হাজার ১৮২ জন এবং চতুর্থ সর্বোচ্চ মানুষ মারা গেছে ইরানে দুই হাজার ৬৪০ জন।

রোববার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ৭২০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬০৯ জন।

Pin It