করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১, শনাক্ত ১৪৭২

1602495976.Corona_BG1

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৫৫৫ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৭২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৯ হাজার ৭৩৮ জনে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৯৪ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ১০৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ২২৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৮৪ হাজার ২২২টি। ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও নারী ১২ জন। মৃত ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২২ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, সিলেট বিভাগে দুই জন, রংপুর বিভাগে এক জন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন। এদের মধ্যে ৩১ জনই হাসপাতালেই মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৭৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৩ হাজার ২৬০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭০ হাজার ৫৩৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৭২১ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Pin It