করোনা আক্রান্ত সিসিকের মেয়র ও প্রধান প্রকৌশলী

1599760299.shylet-bg

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।

ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাব’র সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তারা দু’জন নমুনা দিয়েছিলেন। এরপর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে, বৃহস্পতিবার মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান সারাদিন নিয়ম মত অফিসের কাজকর্ম করেছেন। পাশাপাশি তাদের নগর ভবনে কনফারেন্স কক্ষে একটি সভায় যোগ দিতে দেখা গেছে।

মেয়র আরিফুল হকের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ বলেন, গত ৩ থেকে ৪ দিন ধরে মেয়র হালকা জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন। অবশ্য জ্বর-কাশি আগের তুলনায় কমেছে। যে কারণে অফিস করেছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলেও জানান তিনি।

Pin It