করোনা: চিকিৎসক-নার্স-চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করবে চীন

90484358_656199701822836_5920200322214201

করোনা মোকাবিলায় চীন সরকার বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় বারিধারায় স্বাস্থ্যমন্ত্রীর নিজস্ব বাসভবনে চীনের রাষ্ট্রদূত লি ঝিমিং এর সঙ্গে এক জরুরি বৈঠকে চীনের এ সহযোগিতার কথা জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন যখন করোনা আক্রান্ত ছিল বাংলাদেশ তখন সহায়তা করেছিল। এখন চীনও বাংলাদেশের করোনা আক্রান্ত সময়ে পাশে দাঁড়াতে চাচ্ছে। বাংলাদেশের প্রতি চীনের এই বন্ধুসুলভ মনোভাব সত্যিই প্রশংসনীয়। চিকিৎসক, নার্স ও চিকিৎসা সামগ্রী দিয়ে চীন বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে। জাতি চীনের এই বন্ধুসুলভ মনোভাব কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।

দ্বিপাক্ষিক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবিলায় দেশে গৃহীত উদ্যোগ তুলে ধরেন।

ঢাকা ও ঢাকার বাইরে পর্যাপ্ত বেড, কিট, পিপিইসহ সব ধরনের প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনা মোকাবিলায় চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

Pin It