বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার পর করোনাভাইরাসের টিকা সব দেশের মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চ পর্যায়ের বৈঠকের সপ্তাহের আগে বুধবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এবং এ রোগে মৃতের সংখ্যা শিগগিরই ১০ লাখে পৌঁছে যাবে।
অনেকে টিকার ওপর আশা করে আছেন জানিয়ে তিনি বলেন, এটা পরিষ্কার যে মহামারিতে কোনো সর্বরোগের ওষুধ নেই। খবর ইউএন নিউজের
শুধু একটি টিকা এ সংকট সমাধান করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের নতুন এবং বিদ্যমান উপায়গুলোকে ব্যাপক আকারে প্রসারিত করতে হবে যা নতুন সংক্রমণ রোধ করবে এবং সংক্রমণ দমন ও জীবন বাঁচাতে অতি গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা সরবরাহ করবে, বিশেষত পরবর্তী ১২ মাস ধরে।
তিনি বলেন, ভাইরাসটি কোনো সীমানা মানেনি। সারা বিশ্বের মানুষের মধ্যে এটি ছড়িয়েছে। তাই টিকাকে অবশ্যই বৈশ্বিক জনগণের সম্পদ হিসেবে দেখতে হবে এবং তাকে সবার জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করতে হবে। তবে এ জন্য অর্থায়নে দরকার বিস্ময়কর পদক্ষেপ।
তিনি বলেন, মানুষকে অবশ্যই টিকা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে ভ্যাকসিনগুলির সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দ্বিধা-দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তোলা হচ্ছে।
উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন দেশের বিশাল জনগোষ্ঠী নতুন করোনাভাইরাস ভ্যাকসিন নিতে অনিচ্ছুক।
জাতিসংঘ মহাসচিব বলেন, এই মারাত্মক রোগ মোকাবিলায় আমাদের অবশ্যই ভুল তথ্য রোধ করতে সর্বাত্মক চেষ্টা করতে হবে।