করোনা: বিশ্বে চাকরি সংকটে পড়বে ২০০ কোটি মানুষ !

Untitled-32-samakal-5e88c920d7228

করোনা ভাইরাসে লকডাউনে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ।ফলে স্থবির হয়ে পড়েছে বিভিন্ন দেশের অর্থনীতির চাকা। জাতিসংঘ বলছে, করোনার এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে চাকরি সংকটে পড়বে প্রায় দুইশ কোটি মানুষ।

আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলও দাবি করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সারা বিশ্বে চাকরির ভবিষ্যৎ। আইএলও’র পক্ষ থেকে বলা হয়, লকডাউনের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্রাজিল, নাইজেরিয়া ও ভারতের কর্মীরা।

মঙ্গলবার আইএলও প্রধান গায় রাইডার বলেন , সারা বিশ্ব চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। উন্নত এবং উন্নয়নশীল দুই প্রকার দেশেই দ্রুত এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য দ্রুত ও সংঘবদ্ধ পদক্ষেপ করতে হবে।

আইএলও প্রধান আরো বলেন,যদি একটা দেশ বিপদে পড়ে তাহলে সারা বিশ্ব বিপদে পড়বে। এই সময় আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখার সময়। সকলে মিলে করোনার কারণে তৈরি হতে যাওয়া মন্দা মোকাবিলার উপদেশও দিয়েছে জাতিসংঘ।

Pin It