করোনা সঙ্কটে নিয়োগ পেলেন ২ হাজার চিকিৎসক

medical-samakal-samakal-5eb05b5b7e0ff

করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎসককে সহকারী সার্জন পদে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব চিকিৎসককে স্বাস্থ্য সেবা বিভাগ যেখানে পদায়ন করবে সেই কর্মস্থলে আগামী ১২ মে যোগদান করতে হবে। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এর মধ্যে কোনো নির্দেশনা না পেলে ১২ মে এই বিভাগেই তাদের যোগ দিতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ সাময়িক নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

করোনাভাইরাসের মহামারির মধ্যে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী দুই হাজার চিকিৎসককে নিয়োগে গত ৩০ এপ্রিল সুপারিশ করে পিএসসি। ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় ৮ হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে দুই হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করেছিল কমিশন।

Pin It