কলকাতায় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

nnnn-5c457472762b2

আটি দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রোববার উদ্বোধন করেন এ উৎসবের। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে।

এবারের উৎসবে প্রদর্শিত হবে বিশ্বের ৩৫টি দেশের ২০০ শিশুতোষ চলচ্চিত্র। বাংলাদেশও  অংশ গ্রহণ করছে এতে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’, আফজাল হোসেনের ‘খেলা হলো খুলনায়’  এবং সুমন ধরের ‘অমি ও আইসক্রিমওয়ালা’ তিনটি ছবি যোগ দেয়ার কথা জানিয়েছেন নিশ্চিত করেছেন পরিচালকরা।

কলকাতার নয়টি প্রেক্ষাগৃহ ও মিলনায়তন যেমেন নন্দন ১, ২ ও ৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র তীর্থ, অহীন্দ্র মঞ্চ, রবীন্দ্র-ওকাকুরা ভবন ও স্টার থিয়েটারে প্রদর্শিত হবে উৎসবের ছবিগুলো।

ভারতের প্রভীন মোরসালের ‘ওয়াকিং উইথ দ্য উইন্ড’র ছবি দিয়ে এবারের উৎসব শুরু হয়। এতে  ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জম্মু ও কাশ্মীরের লাদাখের শিশু শিল্পী সোনাম ওয়াংগিল।

Pin It