ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে শহীদ মিনার নির্মাণে ৬৬ হাজার পাউন্ড দান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত মঙ্গলবার বিকেলে সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলে শহীদ মিনার কমিটির নেতাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিকভাবে ৬৫ হাজার ৯৮১ পাউন্ডের চেক তুলে দেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট কমিটির সাধারণ সম্পাদক ও মনুমেন্টের ফাউন্ডার মকিস মনসুরের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ জুলকারনাইন, মিনিস্টার প্রেস আসেকুন্নবী চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ভারপ্রাপ্ত সম্পাদক নইম উদ্দিন রিয়াজ।
কার্ডিফ শহরের বে এলাকার ঐতিহ্যবাহী গ্রেইঞ্জমোর পার্কে ১৩ বছরের অক্লান্ত পরিশ্রমে ও কমিউনিটির প্রচেষ্টায় শহীদ মিনারটি প্রতিষ্ঠা করা হয়। গত বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পালন করার মাধ্যমে শুরু হয় এই শহীদ মিনারের যাত্রা।
মনুমেন্ট ফাউন্ডার ট্রাস্ট কমিটির সেক্রেটারি মকিস মনসুর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে শহীদ মিনারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন— এমনটিই প্রত্যাশা করছি আমরা।’