কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

image-231488-1616508564

নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তান অলিম্পিক ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পথে এগিয়ে থাকল বাংলাদেশ। আত্মঘাতী গোলে জয় পাওয়া এই ম্যাচটি টুর্নামেন্ট ফাইনালের পথে বাংলাদেশকে এগিয়ে দিলো।

২৭ মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ। সেই ম্যাচের উপর নির্ভর করবে বাংলাদেশের ফাইনালের টিকিট। তবে এর আগেও জানা যেতে পারে, যদি ২৫ মার্চ নেপালের বিপক্ষে কিরগিজস্তান হেরে যায়।

৩০ মিনিটের মাথায় ডান দিক হতে সাদ বল নিয়ে বক্সে ঢুকে বা দিকে ক্রস করেন বিপলু আহমেদকে। বল বিপলুর পায়ে পৌঁছানোর আগেই কিরগিজ ডিফেন্ডার বল ঠেকাতে গিয়ে নিজের জালেই বল ঠেলে দেন। সেই গোলেই ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ।

নেপালের ত্রিদেশিয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিরগিজস্তানের অলিম্পিক দলের বিপক্ষে প্রথম একাদশে তিন জন নতুন মুখ জায়গা পেয়েছেন মুল একাদশে। এই তিনজন হচ্ছেন মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ, মুক্তিযোদ্ধার স্ট্রাইকার মেহেদি হাসান, বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন। জামাল ভুঁইয়া সহ চার ফুটবলারকে পরিবর্তন করে দলের শক্তি পরখ করেছেন জেমি। খেলার শেষ পর্যন্ত সেই আত্মঘাতী গোলেই এগিয়ে থেকে মাঠ ছাড়ে দুই দল।

বাংলাদেশ স্কোয়াড: আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ, হাবিবুর রহমান সোহাগ (রিয়াদুল হাসান) মেহেদী হাসান (মানিক মোল্লা), রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাসুক মিয়া জনি (জামাল ভুঁইয়া), বিপলু আহমেদ (রাকিব হোসেন), মতিন মিয়া, সোহেল রানা ও সাদ উদ্দিন।

Pin It