নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে লকডাউনের কারণে খেলাপি ঋণের তথ্য পাঠানোর ক্ষেত্রে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
স্বাভাবিক সময়ে প্রতিদিন ঋণ শ্রেণিকরণ (খেলাপি ঋণ) এবং প্রভিশন সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হতো। এখন লকডাউন বা ছুটি শেষ হওয়ার দশ দিনের মধ্যে পাঠালেই হবে।
শনিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তাতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ সময়ে ব্যাংকগুলোর সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
“এই পরিস্থিতিতে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে তফসিলি ব্যাংক সমূহ নিয়ম অনুযায়ী ঋণ শ্রেণীকরণ ও প্রভিশন সংক্রান্ত বিবরণী পাঠাতে পারছে না। তাই সাধারণ ছুটি শেষ হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে এসব তথ্য উল্লেখিত বিভাগে দাখিল করতে হবে।”