কোভিড-১৯: বাংলাদেশকে ৭ কোটি ডলার দিচ্ছে ওপেক ফান্ড

physically-disabled-business-180820-08

করোনাভাইরাস মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে ৭ কোটি ডলার ঋণ দিচ্ছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

দিনমজুর, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক এবং দরিদ্রদের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য সামাজিক সুরক্ষার আওতা বাড়াতে এই অর্থ ব্যয় করা হবে।

রপ্তানিমুখী শিল্পের সুরক্ষা প্যাকেজ বাস্তবায়নেও এই ঋণের অর্থ ব্যবহার করা হবে বলে সোমবার ওপেক ফান্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কর্মীদের বেতন দিতে কারখানাকে বিনা সুদে ঋণ এবং শিল্প কারখানা ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণের বিষয়টিও এর আওতায় পড়বে।

মহামারীর সঙ্কটে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হবে প্রায় ৬ লাখ টন চাল ও গম।

বাংলাদেশের পাশাপাশি বেনিন, ডমিনিকা ও গিনিকেও করোনাভাইরাস মোকাবিলায় ঋণ দিচ্ছে ওপেক ফান্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তার যে ঘোষণা ওপেক ফান্ড দিয়েছে, তার অংশ হিসেবে বাংলাদেশসহ এই চার দেশকে মোট সাড়ে ১১ কোটি ডলার দেওয়া হচ্ছে।

Pin It