ক্যাসিনোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

 

safikul-islam-5d83b260c408e

ঢাকায় অবৈধ জুয়ার বোর্ড বা ক্যাসিনো চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, এর সঙ্গে জড়িতরা যত প্রভাবশালী হোক না কেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ শফিকুল ইসলাম।

ডিএমপি প্রধান জানান, কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পরই রাজধানীর বিভিন্ন এলাকার জুয়ার বোর্ড ও ক্যাসিনোর তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন কর্মকর্তাদের। তালিকা ধরে অভিযান চলবে।

তিনি বলেন, ক্লাবে যারা জুয়া খেলতে আসেন, তারা মাদক সেবন করেন। ক্যাসিনো কিংবা জুয়া বন্ধ হয়ে গেলে সেখানে মাদক সেবনও বন্ধ হয়ে যাবে। তবে ক্যাসিনো বন্ধ করার পরও যদি কেউ মাদকের কারবার চালানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডিজে পার্টি সম্পর্কে কমিশনার বলেন, ডিজে পার্টি নজরদারিতে থাকবে। বিনোদনের নামে অবৈধ কোনো কাজ চললে ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

Pin It