ক্রিকেটারদের দ্বিতীয় দিনের পরীক্ষায় সবাই নেগেটিভ

image-181474-1599665668

ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকায় ফিরে জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দিয়েছেন। ক্রিকেটারদের মধ্যে বুধবার করোনা পরীক্ষা হয়েছে মোহাম্মদ মিঠুনের। ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে তাদের ফল।

মঙ্গলবার সম্পন্ন হওয়া আট সাপোর্ট স্টাফের করোনা টেস্টের ফল হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তারা সবাই নেগেটিভ।

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে প্রথম ধাপের পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তরুণ ওপেনার সাইফ হাসান ও দলের ইংলিশ ট্রেনার নিক লি। সোমবার নেয়া হয় ১৭ ক্রিকেটার ও হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফের ৭ জনের নমুনা।

প্রথমদফার ২৪ জনের মধ্যে আক্রান্ত হন দুজন। তারা আইসোলশনে আছেন। পরীক্ষায় নেগেটিভ হওয়া খেলোয়াড়রা বুধবার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে সিডিউল অনুযায়ী ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন।

Pin It