আইনি প্রক্রিয়ায় জামিন না হওয়ায় আন্দোলনেই’খালেদা জিয়ার মুক্তির পথ দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনি প্রক্রিয়ায় সর্বশেষ দ্বিতীয় দফায় হাই কোর্টে খালেদা জিয়ার জামিন খারিজ হওয়ার পর করণীয় সম্পর্কে রোববার সকালে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, “এই একটি ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকিয়ে রেখেছে। বেগম খালেদা জিয়ার যেটা প্রাপ্য জামিন, সেই জামিনটা পর্যন্ত তাকে দিচ্ছে না।
“আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদেরকে ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই গণতন্ত্রের নেতা মুক্ত হবেন।”
দলীয় চেয়ারপারসনের মুক্তিতে বিএনপি আন্দোলনের কথা আগেও বলেছিল। কিন্তু তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
ফখরুল বলেন, “আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করছি। তার অসুস্থতা আমাদের সকলকেই এখন অত্যন্ত উদ্বিগ্ন করেছে এবং আমরা সেটা চেষ্টা করছি।
“বিগত দুই বছর ধরে তাকে একদিকে আইনগতভাবে আরেক দিকে রাজনৈতিকভাবে মুক্ত করবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার তাকে অন্যায়ভাবে অবৈধভাবে আটকিয়ে রেখেছে।”
বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে ‘সামান্য’ বলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “তারা তো জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। জনগণের দুঃখ দুর্দশা এখন তাদের কাছে প্রশ্নই নয়। এই দলটি এখন দেউলিয়া হয়ে গেছে, মানুষের মনের কষ্টটাও বুঝতে পারে না।”