খালেদা জিয়ার বাসভবনে পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন

image-140942-1585506272

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের বাসা ‘ফিরোজা’র সামনে পুলিশের নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে।

রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, গত ২৫ মার্চ খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার পুলিশ প্রধান (আইজিপি) বরাবর চিঠি দেন। এই চিঠির অনুলিপি ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপির কাছেও পৌঁছানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ কারাগার থেকে ছয় মাসের জন্য মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সেদিনই তার ভাড়া বাড়ি ফিরোজায় ওঠেন।

Pin It