স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে। কেরানীগঞ্জের কারাগারেই তাকে রাখা হবে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেরানীগঞ্জের কারাগারে নারী বন্দিদের যেখানে রাখা হয়, সেখানেই খালেদা জিয়াকে রাখা হবে। কারাগারে নারী বন্দিদের রাখার জন্য যে ওয়ার্ড সেটি প্রস্তুত ছিল না। সে কারণেই তাকে এতদিন পুরনো জেলখানায় রাখা হয়েছে। সে ওয়ার্ড এখন প্রস্তুত। বিএসএমএমইউতে চিকিৎসা শেষে তাকে কেরানীগঞ্জে নেওয়া হবে।
মন্ত্রী বলেন, দুর্নীতির মামলায় সাজার রায় হওয়ার পর থেকেই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের কারাগারে রাখা হয়। পুরনো জেলখানায় যেখানে খালেদা জিয়াকে রাখা হয়েছে, সেই ভবনটি সংস্কার করা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সব রকমের চেষ্টাই সরকার করছে। সময় মতো একটি সুসংবাদ পেতে পারেন।
আসাদুজ্জমান খান কামাল বলেন, দক্ষিণখানে মা-ছেলে-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। এখনও এ হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি।