খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি পরিবারের

selima-islam-samakal-5e42a0b7bd133

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তার সেজ বোন সেলিমা ইসলাম এই দাবির কথা জানান।

সেলিমা ইসলাম বলেন, ‘উনার (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি শ্বাসকষ্টে ভুগছেন। উনার বয়স তাদের (সরকার) বিবেচনা করা উচিত। মানবিক দিকটা বিবেচনা করে তাকে মুক্তি বা জামিন দেওয়া উচিত। সরকারের কাছে আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

তিনি বলেন, ‘আজকে তার (খালেদা জিয়া) শরীর খুবই খারাপ। সে শ্বাসকষ্টে ভুগছে। একদম কথাই বলতে পারছে না।’

খালেদার অবস্থা তুলে ধরে সেজ বোন বলেন, ‘সে (খালেদা জিয়া) ৫ মিনিটও দাঁড়াতে পারছে না। তার বাথরুম থেকে বেডের দূরত্ব খুব সামান্য। সেখানে যেতেও তার ২০ মিনিট সময় লাগে। তার বা হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে, এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে।’

তিনি বলেন, সে (খালেদা জিয়া) খেতে পারছে না, খেলেই বমি হয়ে যাচ্ছে। জ্বর আছে গায়ে, শরীরে প্রচণ্ড ব্যথা। এমতাবস্থায় উনার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। উনার শরীর এতো খারাপ এই মুহূর্তে যদি উনার উন্নত চিকিৎসা না দেয়া যায়, তাহলে উনার কী হবে-এটা আমরা বলতে পারছি না।’

সেলিমা ইসলাম বলেন, ‘আমাদের আবেদন তাকে মুক্তি দেয়া হোক। অন্তত উন্নত চিকিৎসাটুকু করতে পারি যেন-এটাই আমাদের একমাত্র আবেদন।’

পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন সরকারের কাছে করা হয়েছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এখনো আবেদন কারো কাছে করিনি। কিন্তু আমরা জাতির কাছে, দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন এবং উনার মুক্তি যেন হয় সেই চেষ্টা আপনারাই করেন।’

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বিএসএমএমইউ-তে যান তার পরিবারের পাঁচজন সদস্য। তারা হলেন-বোন সেলিমা ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা, তার ছেলে অভিক এস্কান্দার, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা জামান খান বিন্দু ও কোকোর শ্বাশুড়ি মূকরেমা রেজা (ফাতিমা রেজা)। এক ঘণ্টা সাক্ষাত শেষে তারা বেরিয়ে আসেন।

Pin It