খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় উপস্থিত থাকবেন তারেক রহমান

1768327012-274d6e749631302b3dd9a64a8e819f9d

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) নাগরিক শোকসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি এ সভায় কোনো বক্তব্য দেবেন না বলে জানা গেছে।

নাগরিক শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এ শোকসভায় রাজনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেবেন।

পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও এতে উপস্থিত থাকবেন।

নাগরিক সমাজের পক্ষে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ইতোমধ্যে দলের সিনিয়র নেতা ও বিশিষ্টজনদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

আয়োজন সূত্র জানায়, নাগরিক শোকসভায় দেশের স্বনামখ্যাত সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত থাকবেন। সিনিয়র রাজনীতিকরা সভায় অংশ নিলেও বক্তব্য দেবেন না।

তবে নাগরিক সমাজের পক্ষে একাধিক সম্পাদক, অধ্যাপক ও সাবেক সরকারি কর্মকর্তারা খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করবেন।

Pin It