ডেঙ্গু রোগের চিকিৎসায় এলট্রোম্বোপ্যাগ ওষুধ ব্যবহারে কার্যকারিতার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। চিকিৎসা বিষয়ক বিখ্যাত জার্নাল ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ডেঙ্গু চিকিৎসায় ১০১ জন রোগীর ওপর গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, এলট্রোম্বোপ্যাগ ওষুধ ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
এদিকে, গবেষণাটির সঙ্গে জড়িত ১২ জন বিজ্ঞানীর মধ্যে বাংলাদেশের দুইজন রয়েছেন। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ড. সজীব চক্রবর্তী ও এএইচএম নুরুন্নবী। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপটার অর্থায়নে পরিচালিত হয় এই গবেষণা।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের দুই দলে ভাগ করে ২৫ ও ৫০ মিলিগ্রামের এলট্রোম্বোপ্যাগ প্রয়োগ করা হয়। এরমধ্যে ২৫ মিলিগ্রাম গ্রহণকারীরা বেশি প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। এছাড়া দুই দলেরই ৯১ শতাংশ রোগী যথাসময়ে রক্তে স্বাভাবিক প্লাটিলেটের মাত্রা ফিরে পেয়েছেন। ফলে ডেঙ্গু চিকিৎসায় আলাদা করে প্লাটিলেট দেওয়ার প্রয়োজনীয়তা কমে আসবে।
ডেঙ্গু চিকিৎসায় এলট্রোম্বোপ্যাগ ওষুধ ব্যবহারের সম্ভাবনা থেকে এই গবষেণা চলানো হয়।
দেশে এডিস মশার প্রকোপে প্রায় প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। রাজধানীতে এডিস মশা নিধনে সিটি করপোরেশনের অব্যাহত অভিযান চললেও এ থেকে যেন মুক্তি পাওয়া যাচ্ছে না। আক্রান্ত এবং মৃত্যু বাড়ছেই।