ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি দলীয় এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তারের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আগের দিনই তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিকভাবে এ অভিযোগ জানিয়েছিলেন।
শনিবার একই অভিযোগ তিনি লিখিতভাবে দেন। এ সময় তিনি বলেন, ভোটের আগে কাউন্সিলর প্রার্থীদের হুমকি, গ্রেপ্তার ও হয়রানি চলছে। ‘গায়েবি মামলা’ নিয়ে তিনি চিন্তিত।
ইশরাক বলেন, বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুর প্রার্থিতা বৈধ হওয়ার পর সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। অথচ কিছু দিন আগে তিনি জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। ইশরাক আরও অভিযোগ করেন, ৪৪ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবদুস সাহেদ মন্টুকে একই ওয়ার্ডের আওয়ামী লীগ প্রার্থী সরে দাঁড়ানোর হুমকি দিচ্ছেন। বিএনপির কাউন্সিলর প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার পাঁয়তারা চলছে।
অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, অত্যুৎসাহী হয়ে কোনো কাজ করা যাবে না। পুরোনো মামলায় কাউকে গ্রেপ্তার না করতে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে। নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।