ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের কাছে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ময়মনসিংহের সঙ্গে কিশোরগঞ্জ ও নেত্রকোনা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১০টার দিকে গৌরীপুর জংশনের কাছাকাছি এলে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনের একটি বগির চার চাকা ও অন্য একটি বগির আট চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনের বগি লাইচ্যুত হলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি লাইচ্যুত হয়ে পড়ায় আটকা পড়ে চট্টগ্রাম রুটের যাত্রীরা। রাত পৌনে ১১টা পর্যন্ত ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছায়নি। আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি লাইচ্যুত হয়ে পড়ায় ময়মনসিংহ থেকে ভৈরব ও নেত্রকোনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. আবদুর রশিদ বলেন, রাত ১০টার দিকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি গৌরীপুর জংশনের কাছে এসে লাইনচ্যুত হয়ে যায়। উদ্ধারকারী ট্রেনের জন্য খবর পাঠানো হয়েছে।