অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে পেত্রা কেভিতোভাকে হারিয়ে গ্রান্ড স্লাম জিতলেন জাপানের টেনিস কন্যা নাওমি ওসাকা। শিরোপা জিতে তিনি হয়ে গেলেন টেনিসের নাম্বার ওয়ান। এ নিয়ে পরপর দুই আসরে গ্রান্ড স্লাম জয়ের রেকর্ড গড়লেন ওসাকা। এর আগের ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে এবং কাঁদিয়ে শিরোপা জেতেন নাওমি ওসাকা।
কিন্তু ২৮ বছর বয়সী এই তারকা তরুণ ওসাকার সঙ্গে পেরে ওঠলেন না। ওসাকা তাকে ৭-৬, ৫-৭ এবং ৬-৪ গেমে হারিয়ে গ্রান্ড স্লাম জিতে নেন। প্রথম সেটে ওসাকার কাছে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার সেটে এগিয়ে যান কেভিতোতা। এরপর শেষ সেটে আবার দাপট দেখিয়ে টেনিসের তারকা থেকে সুপারস্টার হয়ে যাওয়া ওসাকা জয়ী হন। ক্যারিয়ারে এই প্রথম মুখোমুখি হলেন তারা দু’জন।
কেভিতোভা বলেন, ‘আমার জন্য দারুণ এক টুর্নামেন্ট এটি। এর জন্য আমি আমার পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ দেবো। তারা আমাকে দারুণ সমর্থন দিয়ে গেছেন। আমি সব সময় চেয়েছি এই টেনিস কোর্টে ফিরে আসতে। আমাকে ফিরতে যারা সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ। আশা করছি সামনের বছর আবার দেখা হবে।’