স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবারের বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
পহেলা বৈশাখে মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী এই আহ্বান জানান।
তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলা বর্ষবরণ বাঙালি জাতির জীবনে সর্ববৃহৎ সার্বজনীন সাংস্কৃতিক উৎসব। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংষ্কৃতির চেতনার উদ্ভাসিত হওয়ার দিন পহেলা বৈশাখ। এই দিনে নতুনের আবাহনের মধ্য দিয়ে জাতি-ধর্ম নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।
“এবার বাংলা নববর্ষ এমন একটি সময়ে আমাদের সামনে হাজির হয়েছে যখন ভয়ানক প্রাণঘাতীতে আক্রান্ত হয়ে মানবিক বিপর্য়ের মুখে সমগ্র পৃথিবী, সমগ্র বাংলাদেশ। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে প্রাণান্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
নভেল করোনাভাইরাসের কোনো প্রতিষেধক বা প্রতিকার নেই জানিয়ে কাদের বলেন, “একমাত্র শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে প্রতিরোধের উত্তম পন্তা।
“কাজেই জনসমাগম এড়িয়ে ঘরে বসেই চিরায়ত বাঙালির চেতনায় এবারের বাংলা নববর্ষ উদযাপন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”
পহেলা বৈশাখ উদযাপনের এতিহ্য জাতিগত সংহতি, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় করবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।





