ঘূর্ণিঝড় বুলবুল: সর্বশেষ তথ্য

Bulbul-00-h

দক্ষিণ চব্বিশ পরগনার সগারদ্বীপ এলাকা দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার পর তাণ্ডবলীলা চালাতে চালাতে ঘূর্ণিঝড় বুলবুল অগ্রসর হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগরের দিকে।

বুলবুল বাংলাদেশে আসছে ‘ভোরের দিকে’

>> আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক আয়শা আক্তার জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পেরিয়ে আরও কিছুটা দুর্বল হয়ে রোববার ভোরের দিকে বাংলাদেশে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় বুলবুল।

২১ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে

>> দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব মো. শাহ্ কামাল রাত সাড়ে ১২টার দিকে এক ব্রিফিংয়ে বলেন, দেশের উপকূল অঞ্চলে ৫ হাজার ৫৮৮টি আশ্রয় কেন্দ্রে ২১ লাখ ৬ হাজার ৯১৮ জন লোককে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে ১ লাখ ৬৫ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে

>> ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টি চলছে কলকাতাতেও।

> পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতে জানিয়েছেন, তার রাজ্যের উপকূলবর্তী এলাকা থেকে ১ লাখ ৬৫ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৩৬৫ জনকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

Pin It