চট্টগ্রাম নগরীর একটি ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রাত সাড়ে ৮টার দিকে দুই নম্বর গেট মোড়ে এ ঘটনা ঘটে বলে ট্রাফিক বিভাগের (উত্তর) ডিসি শহীদুল্লাহ জানিয়েছেন।
তিনি বলেন, হঠাৎ বিস্ফোরণে পুলিশ বক্সের ইলেকট্রিক সুইচ বোর্ড পুড়ে গেছে। সেখানে দায়িত্বরত একজন সার্জেন্ট ও একজন কন্সটেবল আহত হয়েছেন।
“আসলে সেখানে কী হয়েছে তা জানতে বোমা নিষ্ক্রিয়করণ টিমের সদস্যরা আসছেন। আমরা ঘটনাস্থলে আছি।”
আহত পুলিশ সদস্যদের মধ্যে সার্জেন্ট মো. আরাফাতের শরীরে ৭ শতাংশ এবং এএসআই আলাউদ্দিনের শরীরের ৮ শতাংশ পুড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ।





