চলচ্চিত্রে নকীব খানের সুরে দুই নবীন

image-217377-1611654743

সংগীত জগতের গুণী শিল্পী নকীব খানের সুরে এবং শহীদ মাহমুদ জংগীর কথায় রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের দুই শিল্পী নন্দিতা এবং রিতুরাজ।

গানের প্রথম দুইটি লাইন- ‘তুমি কাছে এলে একমুঠো রোদ্দুর খেলে, তুমি ভালোবাসি বললে চারিদিক হয় ঝলমলে।’ সিনেমায় এই গানে ঠোঁট মেলাবেন নিলয় আলমগীর এবং মেঘলা মুক্তা। গানটি নির্মাণাধীন সিনেমা ‘পাঞ্চ’-এর। ছবিটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাশ।

কিছুদিন আগে নকীব খানের সুরে এই সিনেমার আরেকটি গান রেকর্ড হয়েছিলো সামিনা চৌধুরীর কণ্ঠে।

চলচ্চিত্রে নকীব খানের সুরে দুই নবীন

তরুণ প্রজন্মের দুই শিল্পী নন্দিতা এবং রিতুরাজ।

পরিচালক কৌশিক শংকর দাশ বলেন, ‘আমার চাওয়া ছিলো একজন গুণী সংগীত শিল্পীর তত্বাবধানে গান করা। যেখানে কণ্ঠ দিয়েছেন নবীন দুই শিল্পী।’

গত বছর মার্চ মাসে ৮ দিন শুটিং করার পর করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যায়। পরিচালক আশা প্রকাশ করেন, চলতি বছর আগামী মার্চের মাঝামাঝি থেকে আবার শুটিং শুরু করতে পারবেন।

জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে ‘পাঞ্চ’- এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন কৌশিক শংকর দাশ এবং মোমিনুল হক।

Pin It