চসিক, বগুড়া-১, যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ctg-bnp-shahdat-240220-01

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ডা. শাহাদাত হোসেন, যশোর-৬ আসনে আবুল হোসেন আজাদ ও বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে একেএম আহসানুল তৈয়ব জাকিরকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা দেন।

এর আগে সন্ধ্যা ৬টা থেকে মনোনয়ন প্রত্যাশী ২০ প্রার্থীর সাক্ষাৎকার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড। সাক্ষাৎকার নেওয়ার সময় লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা এর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবো না। কিন্তু আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নেবো।

Pin It