বাংলাদেশে চীনের অর্থায়নে আরও বেশ কিছু নতুন প্রকল্প আসছে বলে আশার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
তিনি বলেন, বাংলাদেশ সরকার সাম্প্রতিক বছরগুলোয় বেশ কিছু নতুন প্রকল্পের প্রস্তাব উত্থাপন করেছে। চীন সরকার এর মধ্যে কয়েকটির অনুমোদন দিয়েছে। যেমন- আরেকটি চীন মৈত্রী সেতু নিয়ে আলোচনা চলছে যা শিগগিরই চূড়ান্ত করা হবে। এর আগের অষ্টম চীন মৈত্রী সেতুর মতো এটিও হবে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটি উপহার।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে রোববার চীনা দূতাবাস আয়োজিত ‘স্প্রিং ডায়ালগ উইথ চায়না’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, সামনে বেশ কয়েকটি নতুন প্রকল্প আসতে চলেছে যা এখন সময়ের ব্যাপার মাত্র। আমি এখনই সব ঘোষণা করতে চাই না। প্রকল্পের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সামনে অনেক কিছু আসছে তার নিশ্চয়তা দিতে পারি। একই আলোচনায় চলতি বছরই বাংলাদেশে দেশটির চলমান প্রকল্পগুলোর বেশ কিছুর বাস্তবায়ন সম্পন্ন হবে বলেও জানান তিনি।