চীনে স্বর্ণ-খনিতে বিস্ফোরণ, আটকা পড়েছে ২২ শ্রমিক

image-213737-1610446762

চীনের পূর্বাঞ্চলে একটি নির্মাণাধীন স্বর্ণ-খনিতে বিস্ফোরণের পর আটকা পড়েছেন ২২ শ্রমিক। প্রায় দু’দিন ধরে তারা সেখানে আটকে রয়েছেন বলে জানা গেছে।

ইয়ানতাই নগর কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকেলে শানডং প্রদেশের কিজিয়া নগরীর কাছে শানডং উকাইলং ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের মালিকাধীন একটি শহরের স্বর্ণ খনিতে বিস্ফোরণ ঘটে। এরপর সোমবার রাতে জানানো হয়, বিস্ফোরণে খনিতে থেকে বের হওয়ার মই এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ সেখানে আটকা পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

আটকা পড়া শ্রমিকদের সেখান থেকে বের করে আনতে কাজ করছে উদ্ধারকারী দল।

মূলত দুর্বল নিরাপত্তা ও আইন ব্যবস্থার কারণে চীনে প্রায় খনি দুর্ঘটনা ঘটে থাকে। গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং নগরীতে একটি খনিতে আটকা পড়ার পর ২৩ শ্রমিক প্রাণ হারান।

Pin It