চীন ফেরত ১১২ জনের শরীরে করোনাভাইরাস নেই: পররাষ্ট্রমন্ত্রী

Momen-samakal-samakal-সমকাল-5e2ffa69ab7ff-samakal-5e46c714bea07

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চীন থেকে ফিরিয়ে আনা ৩১২ বাংলাদেশি নাগরিকের কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তাদের শনিবার নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য কোয়ারেন্টাইন থেকে ছুটি দেওয়া হবে। এ ছাড়া বর্তমানে চীনে অবস্থান করা বাকি বাংলাদেশি শিক্ষার্থীদের আমরা শিগগিরই ফিরিয়ে আনব। আর তারা যদি নিজ উদ্যোগে আসতে চায়, তাদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে।

শুক্রবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগরীর মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রীর স্বপ্ন আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। একসময় বিদেশি বিনোয়গকারীদের ডেকে ডেকে আনতে হতো। এখন তারা বাংলাদেশে বিনিয়োগ করতে ছুটে আসছে। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করে যাচ্ছে।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চলমান কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

Pin It