খুশকি মুক্ত-ঝলমলে সুন্দর চুল পেতে খুব সহজে ব্যবহার করতে পারেন বেকিং সোডা।
যন্ত্রণার কারণ মাথার খুশকি।
বিশেষ করে অতিরিক্ত গরম এবং ঠান্ডা আবহাওয়াতে এই সমস্যা খুব বেশি হয়।
চুল থেকে খুশকি দূর করতে অনেক কিছু করেও যারা উপকার পাননি, তারা মাত্র কয়েকবার সোডা ব্যবহার করে দেখুন। ভেজা চুলে ১টেবিল চামচ বেকিং সোডা এক মিনিটের ঘষে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি করলেই কয়েক সপ্তাহেই খুশকি পালাবে।
তৈলাক্ত চুল নিয়ে চিন্তা না করে উপায় থাকে না। কারণ চুল তৈলাক্ত হলে মাথার তালুতে খুব দ্রুত ময়লা জমে। আধা কাপ পানিতে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার করলেই চুল হবে ঝলমলে সিল্কি।