জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি: আইনমন্ত্রী

image-143162-1586270611

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রাত ১২ টা ১মিনিটে (১২ এপ্রিল) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।

রাত ১২টার পরে মোবাইল ফোনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা রায় কার্যকর (বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ) করতে পেরেছি।

আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় জনগণের কাছে এই রায় কার্যকর করার যে প্রতিশ্রতি আমরা দিয়েছি, সেই প্রতিশ্রুতি পালন করতে পেরেছি।

‘আমি নিশ্চয় স্বস্তি বোধ করছি।’

মন্ত্রী বলেন, এরা হচ্ছেন প্রকৃত খুনি। এদের সমাজে রাখাটাই উচিত না। আমরা রায় কার্যকর করতে পেরেছি। নিশ্চয় এটা আমাদের জন্য এক বিরাট স্বস্তির ব্যাপার।

বঙ্গবন্ধুর অন্য খুনিদের বিদেশ থেকে ফেরত আনার ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, আমি আগেও বলেছি, যারা বাইরে আছেন, ইনশাআল্লাহ আমরা তাদের সবাইকে দেশে এনে রায় কার্যকর করব।

Pin It