জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার: স্পিকার

‘শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের উন্নয়ন ও জনগণের শান্তি।’

pirgonj-5c79567f29c9d

শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় সরকারি শাহ আবদুর রউফ কলেজে গণসংবর্ধণা অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জাতির পিতা জেল-জুলুম সহ্য করেও বাঙালির অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জনগণের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্পিকার বলেন, পীরগঞ্জের জনগণের অকৃত্রিম ভালোবাসা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো স্পিকার হয়েছি। পীরগঞ্জবাসী আমাকে ঋণী করেছেন। এটা আমি চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখব।

এ সময় সুখে-দুঃখে পীরগঞ্জবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সরকারি শাহ আবদুর রউফ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ রাশেদুন্নবী চৌধুরী।

আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুরুল আমিন রাজা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা প্রমুখ। এর আগে পীরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠান শিরীন শারমিন চৌধুরীকে ফুল ও ক্রেস্ট প্রদান করে।

Pin It