জরুরি ব্যবহারের অনুমতি পেল চীনের করোনা ভ্যাকসিন

image-178650-1598716335

চীনের করোনা ভাইরাসের ভ্যাকসিন শেষ ধাপের ট্রায়ালে রয়েছে। এর মধ্যেই ভ্যাকসিনটি জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমতি দিয়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

শনিবার এক বিবৃতিতে জানানো হয়, সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের টিকাটি চীনের স্বাস্থ্যকর্মীদের মতো যারা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছেন, তাদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে।

রাষ্ট্র পরিচালিত চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল-এর (সিনোফার্মা) একটি ইউনিট চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) জানিয়েছে, গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের মাধ্যমে তারা এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতি পেয়েছে।

আরও পড়ুন: চীনে রেস্তোরাঁ ভেঙে নিহত ১৭

জানা যায়, গত মাস থেকে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিনটি প্রয়োগ করে আসছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, গত জুনেই নির্দিষ্ট দুটি ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা যাচাইয়ের আগেই জুলাইয়ে দুইজন আগ্রহী প্রার্থীকে তা প্রয়োগের অনুমতি দেয়া হয়েছিল।

Pin It