চীনের সিনোফার্মের করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (৭ মে) এ টিকার অনুমোদন দেওয়ার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তি পরামর্শ গ্রুপ।
টিকাটি চীনের প্রধান দুটি টিকার মধ্যে একটি। এই টিকা ইতোমধ্যে কয়েক মিলিয়ন লোককে প্রয়োগ করা হয়েছে।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটির পরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া করোনার টিকার তালিকায় সিনোভ্যাককে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা, কার্যকারিতা ও মানের বিবেচনায় ষষ্ঠ টিকা হিসেবে এটি বৈধতা পেল।
এর আগে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন ও জনসন এবং গত সপ্তাহে মডার্নার করোনা টিকার জরুরি অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সিনোফার্মের তৈরি টিকার আনুষ্ঠানিক নাম বিবিআইবিপি-সিওরভি (BBIBP-CorV)। এ টিকাও ২৮ দিনের ব্যবধানে দুই ডোজ করে নিতে হয়। পরীক্ষামূলক প্রয়োগে এ টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর।