জর্জিয়ায় বিজয়ের মাধ্যমে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে চলে গেছে। প্রেসিডেন্ট নির্বাচনের ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর দু-সপ্তাহ পরে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা হারাল রিপাবলিকানরা।
এই ফলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণ বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে বলে মনে করেন বিশ্লেষকরা।
১৯৩২ সালের পর তিনই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি এক মেয়াদের মধ্যেই হোয়াইট হাউস ও কংগ্রেসের উভয়কক্ষে নিজ দলের ভরাডুবির কারণ হলেন।-খবর রয়টার্সের
এতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর সমন্বিত ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন জো বাইডেন। রাজ্যটিতে রিপাবলিকানদের বিপর্যয়ের খবর এমন সময় এসেছে, যখন উগ্র ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা ও ভাংচুর করেছেন।
দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির সিনেটের দুটি আসনেই জয়ী হয়েছেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থীরা। জন অসফ যখন নিজেকে বিজয়ী ঘোষণা করছেন; তখন ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা চলছিল।
এর আগে গত দু-দশক ধরে রিপাবলিকানদের দিকেই ঝুঁকে ছিল জর্জিয়া। কিন্তু দুই মাসের মধ্যে দুটি রাজনৈতিক বিস্ময়ের খবর এসেছে এখান থেকে– প্রেসিডেন্ট ট্রাম্পকে সামান্য ব্যবধানে হারালেন জো বাইডেন এবং ট্রাম্প-অনুগত দুই সিনেটরের পরাজয়।
এতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয়কক্ষে ডেমোক্র্যাট আধিপত্য নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের উচ্চাভিলাষী আইনি এজেন্ডা বাস্তবায়নের পথ প্রশস্ত হল।
মঙ্গলবারের ওই রান অফ নির্বাচনে একটি আসনে ডেমোক্র্যাট রাফায়েল ওয়ারনক দায়িত্বরত রিপাবলিকান সেনেটর কেলি লেফলারকে পরাজিত করেছেন। মার্টিন লুথার কিং জুনিয়রের সাবেক গির্জার ব্যাপ্টিস্ট ধর্মপ্রচারক ওয়ারনক জর্জিয়া থেকে মার্কিন সেনেট যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ।
রাজ্যটির অপর আসনে রিপাবলিকান ডেভিড পারডুকে হারিয়ে ৩৩ বছর বয়সী তথ্যচিত্র নির্মাতা ডেমোক্র্যাট জন অসফ সিনেটের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এই জয়ের ফলে সামান্য ব্যবধানে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাচ্ছেন ডেমোক্র্যাটরা।
বাইডেন বলেছেন, গতকাল জর্জিয়ার ভোটাররা পরিষ্কার একটি বার্তা দিয়েছে: আমরা যে সংকটগুলোর মুখোমুখি হয়েছি সেগুলোর বিষয়ে পদক্ষেপ চান তারা এবং তা এখনই চান।