জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মহিতুল ইসলাম আর নেই

image-148317-1588169693

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক খোন্দকার মহিতুল ইসলাম আর নেই। তিনি আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক খোন্দকার মহিতুল ইসলাম ডেইলি অবজারভারসহ বিভিন্ন জাতীয় দৈনিক ছাড়াও জাতীয় বার্তা সংস্থা বাসসের নিউজ কনসালটেন্ট ছিলেন। এছাড়া তিনি দৈনিক জনতার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৫৩ সালের ১ জানুয়ারি ঢাকায় জেলায় জন্মগ্রহণ করেন। আজ বাদ আসর নিকুঞ্জ ১ জামে মসজিদে নামাজে জানাযা শেষে সংলগ্ন কবরস্থানে প্রয়াত সাংবাদিক খোন্দকার মহিতুল ইসলামকে দাফন করা হবে।

জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে খোন্দকার মহিতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Pin It