জাপান ও সিঙ্গাপুরে আটদিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার (২৭ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোম্যাটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচারি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকিইতো, তিন বাহিনীর প্রধানরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার), সচিব (দ্বিপাক্ষিক) পররাষ্ট্র মন্ত্রণালয়সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
জাপানের নতুন সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণের অভিষেকে যোগ দিতে গত ২০ অক্টোবর ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।