‘জাহাজী’ অ্যাপের উদ্বোধন

অভ্যন্তরীণ নৌরুটে পণ্যবাহী জাহাজ ভাড়ার প্রথম অ্যাপ ‘জাহাজী’র উদ্বোধন করা হয়েছে।

jahai-5d74f3cda4498

রোববার জাতীয় প্রেস ক্লাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

‘জাহাজী’ অ্যাপ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তা ও নেতৃত্ব গড়ে তুলেছেন। অন্ধকার থেকে তুলে এনেছেন। আমরা দেশের কাঁদা মাটি মেখে বড় হতে চাই, দেশকে গড়তে চাই। ‘জাহাজী’ অ্যাপ এর মত শত শত উদ্যোক্তাদের নিয়ে এগিয়ে যাব।

অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজল আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশেনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বীরবিক্রম, প্রযুক্তি পরামর্শক নাঈমুজ্জামান মুক্তা, ‘জাহাজী’ অ্যাপের চেয়ারম্যান শেখ বাহাউদ্দিন রুপক এবং অভিনন্দন জোয়ার্দার।

উদ্যোক্তারা জানান, ‘জাহাজী’ অ্যাপের মাধ্যমে লাইটার জাহাজের মালিক, সাপ্লায়ার, ক্যারিয়ার, এজেন্ট এবং ব্রোকাররা ঘরে বসেই জাহাজ বুকিং দেওয়ার পাশাপাশি সেটার অবস্থান নিশ্চিত হতে পারবেন। পাশাপাশি চলন্ত জাহাজ থেকে পণ্যের মূল্য ও মান যাচাই করে বালু ও পাথরের মত পণ্য কিনতে পারবেন।

তারা জানান, লাইটার জাহাজের জন্য এ সেবা বিশ্বের আর কোথাও নেই। এই অ্যাপটি আপাতত গুগল প্লে স্টোরে পাওয়া গেলেও শিগগিরই এর আইফোন ভার্সনও চলে আসবে।

Pin It