জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ সেপ্টেম্বরে

image-65793-1561641628

আগামী সেপ্টেম্বরে নিজ মাঠে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্বাগতিক বাংলাদেশ ছাড়া অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় এ সিরিজের ভেন্যু এখনো চুড়ান্ত করা হয়নি। ইতোমধ্যেই সিরিজে নিজেদের ম্যাচগুলোর সুচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

১৪ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে। ডাবল লীগ পদ্ধতির টুর্নামেন্টে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপেক্ষ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানরা। এরপর ১৮ সেপ্টেম্বর টাইগারদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ক্রিকেট দল।

সিরিজের চতুর্থ ম্যাচে দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

Pin It