জীবননগরে সোনালী ব্যাংকে ডাকাতি, অস্ত্রের মুখে ৮ লাখ টাকা লুট

1605444288.IMG-20201115-WA0027

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীর সোনালী ব্যাংকে দিনদুপুরে ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে আট লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে হেলমেট পরা অস্ত্রধারী চার/পাঁচজন ব্যাংকে ঢুকে প্রহরীসহ ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে এ লুটতরাজ চালায়।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, রোববার দুপুর ১টা ৫ মিনিটে হেলমেট পরা কয়েকজন অস্ত্রধারী ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে প্রায় আট লাখ টাকা লুট করে চলে যায়। ডাকাত দলের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এর আগে ব্যাংকে ঢুকেই তারা কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মোবাইল ফোন কেড়ে নেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশের একাধিক দল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ব্যাংকটিতে সিসিটিভি ছিল না। এটি একটি পরিকল্পিত ঘটনা। দোষীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

Pin It